ফের হাসপাতালে সৌগত রায়! অনুষ্ঠানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ সাংসদ
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন সৌগত রায়। সেখানে খাওয়াদাওয়ার পর বাড়ি ফিরে তিনি অসুস্থবোধ করেন। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকদের প্রাথমিক অনুমান, সৌগত রায়ের ডায়েরিয়া হয়েছে। পাশাপাশি আচমকাই তাঁর রক্তে শর্করার মাত্রা কমে যায়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। সেই কারণে পেসমেকারের কোনও সমস্যা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, আপাতত সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। রিপোর্টে সব কিছু ঠিক থাকলে আগামী দুতিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।উল্লেখ্য, এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সৌগত রায়কে। গত বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন সংসদের কর্মীরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে যান।গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধনে যাওয়ার সময় আবার অসুস্থ হয়ে পড়েন সৌগত। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ই তাঁর বুকে পেসমেকার বসানো হয়।এছাড়াও গত ২২ জুন ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাঁর শরীরে ভিটামিন বি ওয়ানের ঘাটতি ধরা পড়ে। পাশাপাশি শিরদাঁড়ার নিচে ব্যথা, জটিল স্নায়ুরোগ এবং ফুসফুসের সংক্রমণও দেখা গিয়েছিল। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সে বার সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান এই সাংসদ।

